Table of Contents
Toggleআমরা সবাই টিভি চ্যানেল এর সাথে চরিচিত আছি করন চ্যানেল বলতে আমরা বিভিন্ন টিভি চ্যানেলকেই বুঝি। সেই সব টিভি চ্যানেল এখনও আছে সেই চ্যানেল গুলো আলাদা আলাদা বিষয়ের উপর জনপ্রিয় ছিল। কিন্তু বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে সব কিছুই আধুনিক হয়ে গেছে সেই সাথে চ্যানেল ও হয়েছে যার নতুন ধারা হলো ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল খোলার নিয়ম নিয়েই আলোচনা করবো।
বর্তমানে আমরা চাইলেই বিভিন্ন বিষয় নিয়ে যে কেউ ভিডিও বানাতে পারি এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি আমাদের প্রতিভা। সেই সাথে আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় ও মানুষ যদি পছন্দ করে আপনি এই ইউটিউব থেকে ইনকামও করতে পারবেন।
আমাদের এই বর্তমান পৃথিবীতে ভিডিও প্রচারণায় জনপ্রিয়তার উচ্চশিখরে রয়েছে ইউটিউব। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবার কাছেই ভিডিওর গ্রহণযোগ্যতা রয়েছে। পুরো পৃথিবীতে যত মানুষ ইন্টারনেট ব্যবহার করে তার অধীকাংশ লোকই ইউটিউব ব্যবহার করে ভিডিও দেখে থাকে। আগে মানুষ অনেক বেশি আর্টিক্যাল পরতো কিন্তু বর্তমানে মানুষ ভিডিওর মাধ্যমে বেশি তথ্য গ্রহণ করে থাকে। সার্চ ইন্জিন হিসেবে ইউটিউব দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে।
মানুষ যুগের সাথে তাল দিয়ে প্রতিদিন ব্যক্তিগত এবং ব্যবসার জন্য লক্ষ্য লক্ষ্য ইউটিউব চ্যানেল তৈরী করছে। সব সার্চ ইন্জিনকে টেক্কা দিয়ে ইউটিউব দ্বিতীয় অবস্থানে রয়েছে। বর্তমানে ইউটিউব চ্যানেল এ প্রায় সব বিষয় নিয়ে মানুষ ভিডিও প্রকাশ করে থাকে যেমনঃ রাজনীতি থেকে শুরু করে শিক্ষামূলক,অর্থনীতি, বিজ্ঞান , প্রযুক্তি, খেলা, বিনোদন, ফিটনেস ইত্যাদি।
আপনি যদি চান তাহলে কোন দেরী না করে আজকেই একটি ইউটিউব চ্যানেল খুলে আপনার তৈরীকৃত ভিডিও পরো বিশ্ববাসির সাথে শেয়ার করতে পারেন এবং ইনকাম শুরু করতে পারেন। বর্তমানে ইউটিউব মানুষ ফুল টাইম প্রফেশন হিসেবেও নিচ্ছে এবং অনেক টাকা ইউটিউব থেকে ইনকাম করছে। বর্তমানে ইউটিউবারের সংখ্যা দিন দিন বেরেই চলছে। যা সামনে আরো বেশি বৃদ্ধি পাবে।
আজকে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম খুবই সহয উপায়ে তুলে ধরবো যার মাধ্যমে ১০ মি. এই আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরী করতে পারবেনঃ
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম জানার আগে জানতে হবে ইউটিউব চ্যানেল কি?
আমরা যদি আগে ইউটিউব সর্ম্পকে ভালো ভাবে না জেনে ইউটিউব চ্যানেল খুলি তাহলে সেই চ্যানেল বাতিল হওয়ার সম্ভ্যবনা তৈরী হতে পারে যা কোন ভাবেই কাম্য নয়। আপনি চায়লে ভিডিও দেথে ১মি. এই একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন কিন্তু প্রথম ইউটিউব চ্যানেল খোলার জন্য সঠিক নিয়ম ফলো করা অনেক গুরুত্বপূর্ন।
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম গুলো খুব ভালো ভাবে ফলো করতে হবে তাহলেই আপনি নিরভুল ভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।
চ্যানেল খোলার স্টেপ বাই স্টেপ
আপনি হয়তো জানেন ইউটিউব গুগলের একটি প্রডাক্ট। গুগলের সব প্রডাক্ট ব্যবহার করার জন্য একটি জিমেইল এক্যাউন্ট থাকতে হবে। আপনার যাদি জিমেইল এক্যাউন্ট করা থাকে তাহলে আর করতে হবে না আর যদি না করা থাকে তাহলে সর্বপ্রথম জিমেইল এক্যাউন্ট তৈরী করতে হবে।
আপনি দুই ধরনের ইউটিউব চ্যানেল করতে পারবেন এবং দুইটা থেকেই ইনকাম করতে পারবেন। যা ব্যক্তিগত ও ব্র্যান্ড চ্যানেল নামে পরিচিত। ব্যক্তিগত চ্যানেল এর জন্য সুধুমাএ জিমেইল দিয়ে লগ ইন করলেই চ্যানেল তৈরী করা হয়ে যায়। লগইন করে প্রোফাইল আইকনে করলে দেথবেন “Create a Channel” নামে একটি অপশন আছে। এই অপশনে কিল্ক করলে অটোমেটিক একটি চ্যানেল হয়ে যাবে যে নামে জিমেইল রয়েছে ঐ নামে। আপনি চাইলে অন্য নামেও করতে পারেন কোন সমস্যা নেই। এথন সবারই মূল উদ্দেশ্য যেহেতু ইউটিউব থেকে ইনকাম করা সেজন্য ব্র্যান্ড চ্যানেল করাই উত্তম হবে।
নিয়ম ০১
ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাকে যেকোন একটি ব্রাওজার থেকে ইউটিউব এর ওয়েবসাইট (www.youtube.com) এ প্রবেশ করতে হবে। যদি আগে আপনার জিমেইল অ্যাকাউন্টে লগইন করা থাকে তাহলে আপনি কোন সমস্যা ছাড়াই ইউটিউবে লগইন করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট লগইন করা না থাকে তাহলে, আপনি ইউটিউব ওয়েবসাইট এ সাইন ইন অপশনে যাবেন। এরপর আপনার যেকোন আগের জিমেইল এক্যান্ট এর পাসওয়ার্ড দিয়ে ইউটিউব এ লগইন করতে হবে।
নিয়ম ০২
আপনি যদি প্রথম নিয়ম শেষ করেন তাহলে আপনার সামনে একটি ড্যাসবোর্ড আসবে এবং এইটার ডান পাশে খেয়াল করলে দেখতে পারবেন একটি প্রোফাইল আইকন । ওই আইকনে ক্লিক করতে হব তারপর আপনার সামনে অনেক গুলো অপশন আসবে সেইখান থেকে “Setting” অপশনে কিক্ল করার সাথে সাথে আপনার চ্যানেল তৈরী হওয়ার কাজ শুরু হয়ে যাবে। এখন আপনি নতুন একটি পেজ দেখতে পারবেন যেখানে লিখা থাকবে “Your Channel” এবং তার নিচেই দেখবে তিনটি অপশনঃ
১. Channel Status and Features
২. Create a New Channel
৩. View Advanced Settings
এখন যেইটা করবেন Create a New Channel এই অপশনে কিক্ল করবেন। কিক্ল করলে একটি বক্স দেখতে পারবেন সেখানে আপনার চ্যানেলের নাম দিতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনার চ্যানেলের নাম কিন্তু একটি ব্যান্ড। যখন অনেক মানুষ আপনার চ্যানেল দেখবে তখন সবার প্রথমে দেখবে নাম। তাই সময় নিয়ে এমন একটি নাম রাখবেন যেন সবাই সহজে মনে রাখতে পারে এবং নাম দেখেই যেন বোঝা যায় আপনার চ্যানেলের ভিডিও গুলোর টপিক কি।
নিয়ম ০৩
এখন আপনার চ্যানেল তৈরীর কাজ শেষ। আপনার চ্যানেল এখন সুন্দর মত কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ বলতে সুন্দর করে সাজাতে হবে যেন কেউ আপনার চ্যানেল এ ভিজিট করলে মুগ্ধ হয়ে যায়। এখন আপনি যদি প্রোফাইল আইকনে ক্লিক করেন তাহলে “Your Channel” অপশনে খুজে পাবেন। “Your Channel” অপশনে ক্লিক করুন এবং দেখতে পারবেন উপরে ডান দিকে “CUSTOMIZE CHANNEL” অপশনটি লিখা আছে।
CUSTOMIZE CHANNEL- এর গুরুত্বপূর্ন তিনটি কাজঃ
১. Basic Info
এখানে মূলত আপনার চ্যানেল সর্ম্পকে জানাতে পারেন। যাতে আপনার অডিয়েন্স সহজেই বুঝতে পারে আপনি কি নিয়ে ভিডিও করে থাকেন এবং কেউ যদি কোন কারনে আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে।
২. Branding
এখানে আপনি তিনটি অপশন দেখতে পারবেন তাহলঃ প্রোফাইল পিকচার, ব্যানার ইমেজ ও ভিডিও ওয়াটারমার্ক । আপনি যদি ইউটিউবে কখনো ভিডিও দেখেন তাহলে প্রতিটা চ্যানেল এরই ভিন্ন ভিন্ন সুন্দর প্রোফাইল পিকচার দেখতে পারবেন। আপনিও চাইলে নিজের মত করে একটি আইকন দিতে পারেন যাতে আপনার অডিয়েন্স খুব সহযেই বুঝতে পারে এইটা আপনার চ্যানেল। একই ভাবে ব্যানার ইমেজ ও ভিডিও ওয়াটারমার্ক দিতে পারেন।
৩. Basic Info
এখনে ব্যাসিক কিছুন সেটিংস করে নিতে হবে তা হলেই হবে।
আপনি তো ইউটিউব চ্যানেল খোলার নিয়ম শিখতে পারলেন কিভাবে কি করতে হয়। কিন্তু সব থেকে কঠিন কাজ ইউটিউব এ টিকে থাকা। প্রতিদিন লক্ষ্য লক্ষ্য চ্যানেল তৈরী হয় ইউটিউব এ তাহলে কি সবাই ইনকাম করতে পারে? না সবাই পারে না কিন্তু চেষ্ঠা করলে সবাই পারবে। কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় এইটা নিয়ে পরবর্তিতে আলাদা একটি আর্টিক্যাল প্রকাশ করবো।
- নোটঃ আপনি যদি অন্য কারো ভিডিও কপি করেন তাহলে আপনার চ্যানেল বন্ধ হয়ে যাবে।
মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে খুব সহজই ইউটিউব চ্যানেল খোলা যায়। কিন্তু যাদের কাছে ল্যাপটপ বা ডেস্কটপ নেই তারা কি করবে? আমার পরিচিত অনেকে দেখছি মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল করে অনেক টাকা ইনকাম করছে। আপনার যদি ইচ্ছা শক্তি আর ধর্য্য থাকে তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না।
মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলা অনেক সহজ। প্রথমে মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার জন্য ক্রোম ব্রাউজার এ গিয়ে সেটিংস অপশনে যেয়ে “Desktop Mode” অন করতে হবে। অতপর উপরে যে যে স্টেপ গুলো ফলো করতে বলেছি ঔ সব স্টেপ মেনে একই উপায়ে মোবাইলে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।
যদিও মোবাইলে ইউটিউব এ্যাপস দিয়েও ইউটিউব চ্যানেল খুলতে পারবেন কিন্তু এখানে সব ধরনের অপশন পাবেন না। তাই আমার মতে ক্রোম ব্রাউজার দিয়ে করলেই ভালো হবে।
উপরোক্ত লেখা থেকে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম জানতে পারলাম কিন্তু যদি ভালো মানের ভিডিও না দিতে পারেন তাহলে কিন্তু অন্যদের তুলনায় অনেক পিছিয়ে যাবেন। ভিডিওর মান যতটা সম্ভব ভাল করলে আপনি ১০০% সফলতা পাবেন। প্রতিদিন এখন ভিডিওর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে আপনি এর সুযোগ নিয়ে আজকে থেকেই শুরু করে দিতে পারেন।