গলায় কাঁটা বিধলে কি হয় | গলায় কাঁটা কতদিন থাকে?

গলায় কাঁটা বিধলে কি হয়

একদম আয়েস করে খেতে বসেছেন তারপর কাঁটা বিধল গলায়? এইরকম সমস্যা হয় নি এমন মনুষ খুজে পাওয়া কঠিন। গলায় কাঁটা বিধলে কি হয় এই বিষয়টি জেনে রাখলে পরবর্তীতে আর এত চিন্তা করার প্রয়োজন হবে না।

 

কাঁটা বিধলে অনেক বেশি ভয় পাওয়ার কোন দরকান নেই। হুট করে যদি গলায় কাঁটা বিধেই যায় তাহলে অল্য কিছু বিষয় মনে রাখলেই হবে যা নিয়ে নিন্মে আলোচনা করবো।

বিঁধে যাওয়া মাছের কাঁটা গলা থেকে দূর করার ৬টি উপায় রয়েছে। আসুন জেনে নেই গলায় বিঁধে যাওয়া মাছের কাটা দূর করার ৬টি উপায় গুলো-

১. সাদা ভাত গিলুনঃ

মাছের কাঁটা নামানোর সব থেকে প্রচলিত এবং আদী পদ্ধতী হিসেবে ধরা হয় এটিকে। এইটার একটি সুন্দর কারন রয়েছে যেমন যেহেতু গলায় কাঁটা বিধার কারনই হচ্ছে খেতে বসলে। তাই এই সময় হাতের কাছে যা থাকে তাই খেয়ে থাকি আমরা তখন হাতের কাছে ভাতই বেশির ভাগ সময়।

 

প্রথমে সাদা ভাত দলা করে নিয়ে একবারে গিলে ফেলার চেষ্টা করুন আর যদি খালি ভাতে কাজ না হয় তাহলে পানি দিয়ে ভাত গিলা চেষ্টা করতে হবে। এইভাবে ৩-৪ দলা খেলেই আসা করছি কাঁটা নেমে যাবে।

২. জোরে জোরে কাশুনঃ

মুখগহ্বরের টনসিলের কাছাকাছি এলাকায়ই বেশির ভাগ সময় কিন্ত গলায় কাঁটা বিধে থাকে। এইজন্য গলায় কাঁটা বিধলে জোরে জোরে বেশ কয়েক বার কাশুন। এই পদ্ধতিতেও অনেক সময় কাঁটা নেমে যায়।

৩. কলা খানঃ

কলা পিচ্ছিল হওয়ায় গলায় কাঁটা বিধলে এইটি খেলে কাঁটা নামাতে অনেক সাহায্য করে থাকে। প্রথমে একটি কলা এক কামড় দিয়ে মুখে কিছু সময় ধরে থাকুন তারপর একবারে গিলে ফেলার চেষ্টা করুন।এর ফলে কাঁটা নেমে যেতে পারে।

৪. পানির সাথে ভিনেগার মিশানঃ

ভিনেগার অ্যাসিডজাতীয় পদাথ্য থাকায় তা গলায় কাঁটা নামাতে সাহায্য করে থাকে। তাই বলে সরাসরি ভিনেগার না খাওয়াই ভালো। পানির সাথে অল্প একটু ভিনেগার মিশিয়ে পান করলে কাঁটা নামাতে অনেক সহয়তা করবে।

৫. অলিভ অয়েল খানঃ

গলায় কাঁটা বিধলে অলিভ অয়েল অনেক সাহায্য করে থাকে কাঁটা নামাতে। যদি হাতের কাছাকাছি অলিভ অয়েল থাকে তাহলে একটু অলিভ অয়েল খেতে পারেন।

 

আরো পড়ুনঃ কাজু বাদাম খাওয়ার নিয়ম ও উপকারিতা

 

৬. লেবু পানি খানঃ

অল্প্য গরম পানিতে লেবুর রস দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। লেবুতে অ্যাসিডিক ক্ষমতা থাকার কারনে গলায় কাঁটা বিধলে দ্রুত নামাতে সাহায্য করে থাকে।

৭. লবণ পানি খানঃ

লবণও কাঁটা নামাতে সহয়তা করে থাকে কিন্তু শুধু লবণ না খেয়ে সামান্য গরম পানিতে লবণ মিশিয়ে খেতে পারেন। এর মাধম্যে বিঁধে থাকা মাছের কাঁটা খুব অল্প সময়ে নামাতে সহয়তা করবে।

 

বিড়ালের পা ধরে লাভ নেই

একটি পুরাতন কুসংস্কার রয়েছে আমাদের সমাজে যে, গলায় কাঁটা বিধলে বিড়ালের পা ধরলে কাঁটা নেমে যাবে। এইসব শুধু কল্পকাহিনিতেই সম্ভব, বাস্তবে কোনদিনই সম্ভব নয়।

 

উল্টো বিড়ালের খামচি দিলে এইজন্য আবার হসপিতালে যেতে হতে পারে। তাই কুসংস্কার বিষাস না করে উপরের পদ্ধতী চেষ্টা করে দেখতে পারেন।

 

উপরোক্ত আলোচনা থেকে জানতে পারলাম গলায় কাঁটা বিধলে কি করনীয়। আসা করছি উপরের পদ্ধতী অনুসরন করে আপনি খুব সহযে কাঁটা বিধার সমস্যা সমাধান করতে পারবেন।

 

তথ্যসূত্র: জিনিউজ

 

আরো পড়ুনঃ আমি মোটা হবো কিভাবে  | সাত দিনে মোটা হওয়ার ১০টি সহজ উপায়

আরো পড়ুনঃ চোখ উঠলে করণীয় কি – চোখ ওঠার লক্ষণ ও প্রতিকার