জন্ম নিবন্ধন যাচাই | Jonmo Nibondhon Jachai [১ মিনিটে]

জন্ম নিবন্ধন যাচাই

জন্ম নিবন্ধন যাচাই করার প্রয়োজনীয়তা

আপনি কি জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে চান? তাহলে আমাদের এই সাইট আপনাকে একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিবে কিভাবে জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক করেত হবে। আপনি হয়তো জানেন আমাদের দেশ যাদের এখনো পর্যন্ত ভোটার কার্ড হয় নি তাদের জন্য জন্ম নিবন্ধন কতটা গুরুত্বপূর্ণ । যাদের বয়স ১৮ বছর হয় নি কিংবা এখনো যারা ভোটার আইডি কার্ড করতে পারেন নি তাদের জন্য জন্ম নিবন্ধন এর গুরুত্ব রয়েছে অনেক। এইটার মাধ্যেমে বুঝা যায় আপনি বাংলাদেশের নাগোরিক এছাড়া বাংলাদেশের সকল নাগোরিকই জন্ম নিবন্ধন করার সুযোগ পেয়ে খাকে। এই ডকুমেন্ট এ আমাদের সকল ধরনের গুরুত্বপূর্ন বিষয় উল্লেখ থাকে যেমন: আপনার নাম,জন্ম তারিখ,বাবা-মা র নাম,স্থায়ী ঠিকানা ইত্যাদী। বর্তমানে আমরা অনলাইনের মাধ্যমে আমাদের নিবন্ধনটি যাচাই করে দেখতে পারি যদি অনলাইনে তথ্য না পাওয়া যায় তার মাধ্যমে বোঝা যাবে যে, ঐ নিবন্ধনটি আসল না।

 

#. শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেঃ

আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য জন্ম নিবন্ধন ব্যবহার করতে পারবেন। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ভালো ভাবে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করে দেখবে সব কিছু ঠিক আছে কিনা। যদি অনলাইনে না পাওয়া যায় তাহলে অপনার ভর্তির জন্য বেগ পেতে হতে পারে।

 

#. নতুন ভোটার আইডি কার্ড করার ক্ষেত্রেঃ

আপনি যদি নতুন ভোটার আইডি কার্ড এর জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক করে তারপর আপনার ভোটার আইডি কার্ড করতে পারবেন।

 

#. ব্যাংক একাউন্ট করার জন্য

আমাদের কম বেশি সবারই ব্যংক একাউন্ট এর প্রয়োজন হয়। আপনি যদি ব্যাংক একাউন্ট করতে চান তাহলে ভোটার আইডি কার্ড এর পরিবর্তে জন্ম নিবন্ধন যাচাই কপি জমা দিতে পারেন।

 

#. জন্ম নিবন্ধন সনদটি আসল কি না তা জানার জন্য

আমাদের দেশে সব কিছুরই নকল করা অনেক সহজ একটি কাজ। জন্ম সনদ নকল করাও অনেক কঠিন কিছু না। আমাদের লোকাল যে কোন কম্পিউটারের দোকানে গেলে তা সহজে বানিয়ে ফেল যাবে কিন্তু তা কথনই অনলাইনে পাওয়া যাবে না। তাই জন্ম নিবন্ধন সনদটি আসল কি না তা অনলাইনে সার্চ করলেই বের করা সম্ভব।

 

#. চাকুরী নিতে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করা হয়

আমরা যদি আমাদের গামেন্টস েএর দিকে তাকাই প্রতিদিন শত শত কর্মী চাকুরী নিচ্ছে। আমাদের দেশে ১৮ বছর নিচের বা শিশু শ্রম সর্ম্পণ নিষেদ তাই চাকুরী নিতে হলে যদি কারো ভোটার আইডি না থাকে অব্যষই অনলাইন জন্ম নিবন্ধন হতে হবে।

 

#পাসপোর্ট করতে চাইলে

ভোটার আইডি/জন্ম নিবন্ধন এর মত পাসপোর্ট ও অনেক গুরুত্বপর্ণ একটি জিনিস । আপনি বর্তমানে জন্ম নিবন্ধন এর মাধ্যমে পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারেন।

 

জন্ম নিবন্ধন অনলাইন যাচাইঃ

 

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
ছবি সংগৃহীত

 

ধাপ ১ঃ জন্ম নিবন্ধন সনদ যাচাই করা ওয়েবসাইটে ভিজিট করা

প্রথমেই গুগল এ যেয়ে www.everify.bdris.gov.bd এই ইউআরেলটি লিখে সার্চ করুন এবং তারপর নিচের মত একটি ওয়েবসাইট চলে আসবে। নিচের হলুদ দাগটা দেখুন ভালো করে।

 

এই ওয়েব সাইট থেকেই আমরা জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক সহজেই করতে পারবো। এখন সবগুলো ধাপ খুব ভালো ভাবে ফলো করতে হবে। প্রতিটা ধাপ ফলো করলেই আপনি কাংখিত রেজাল্ট পেয়ে যাবেন।

ধাপ ২ঃ জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে

 

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
ছবি সংগৃহীত

 

হলুদ মার্ক বক্সে এ আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বারটি থাকবে এই সংখ্যা বক্সে এর মধ্যে লিখতে হবে। নাম্বার লিখতে যদি ভুল হয় তাহলে কিন্তু আসবে না তাই তারাহুরা না করে দেখ শুনে লিখতে হবে।

ধাপ ৩ঃ জন্ম তারিখ দিতে হবে

 

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
ছবি সংগৃহীত

 

এখন জন্ম তারিখ সঠিক ভাবে দিতে হবে। এইখানে খেয়াল করলে দেখতে পারবেন যে, প্রথমেই বছর দিতে হবে তারপর মাস এবং সবার শেষে দিন দিতে হবে। যেমন ঃ ২০০০-১২-২৯ এইভাবে আপনার যেইটা হবে ওইটা সঠিক ভাবে দিতে হবে।

ধাপ ৪ঃ ক্যাপচার পূরণ করতে হবে

 

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
ছবি সংগৃহীত

 

এইখানে লক্ষ্য করলে দেখবেন সবার শেষে একটি বক্স আছে এখানে ২ টি সংখার যোগ ফল সঠিক ভাবে দিতে হবে এবং সার্চ বাটনে কিল্ক করতে হবে। যদি যোগফল ভুল/ কঠিন হয় তাহলে কিছু না লিখেই সার্চ বাটনে কিল্ক করবেন তাহলে দেখবেন আবার নতুন একটি যোগ চলে আসছে।

ধাপ ৫ঃ ফলাফল

 

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
ছবি সংগৃহীত

 

সার্চ বাটনে কিল্ক করলেই দেখবেন ফুল রেজাল্ট চলে আসবে। এখানে আপনার সম্পূর্ণ তথ্য চলে আসবে একটি জন্ম নিবন্ধন এ যা যা থাকে।

 

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই নিয়ে গুরুত্বপূর্ণ তখ্যঃ

এখানে যদি সার্চ দেওয়ার পর যদি কোন কারনে “Record not found” লেখা আসে তাহলে বুঝতে হবে যে আপনি ফরমে ভুল তথ্য প্রদান করেছেন / আপনার জন্ম নিবন্ধন অনলাইনে নেই ।

 

QNA

* জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করবো কিভাবে?

আপনি যদি জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে ২-১ টা স্টেপ ফলো করতে হবে। কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrl+P  চাপ দিতে হবে তাহলে ওইটা সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন।

 

সর্বশেষে, আপনি যদি জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক সহজেই করতে চান তাহলে তেমন কিছুই না শুধু মাএ উপরে দেখানো উপায় ফলো করলেই হয়ে যাবে। আপনার যদি এই তথ্য থেকে বিন্দু পনিমান উপকার হয় তাহলে একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।

 

আরো পড়ুনঃ  ইউটিউব চ্যানেল খোলার নিয়ম | How to Open a YouTube channel

আরো পড়ুনঃ সহজে ইংরেজি শেখার উপায় ২০২৪ – (বাংলা)

 

Note: This not a official website for birth certificate check online. Our objective is to provide users with accurate information about birth registration over the Internet.